২৮ ভাদ্র ১৪৩১ 12 September 2024

ভূমিকাঃ

দেশের সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল অথচ ঝুঁকিপূর্ণ বিবেচিত সফটওয়্যার শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে উদ্যোক্তা সম-মূলধন সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০০১ সালে এক্যুইটি এন্ড অন্ট্র্যাপ্র্যানারশীপ ফান্ড (ইইএফ) গঠন করা হয়।

পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইইএফ এর ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংক এর নিকট হতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ০১ জুন, ২০০৯ তারিখে বাংলাদেশ ব্যাংক এবং আইসিবির মধ্যে ১০ (দশ) বছর মেয়াদী একটি সাব-এজেন্সি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইইএফএর তহবিল ব্যবস্থাপনা, নীতিমালা প্রণয়ন ও পারফরম্যান্স মনিটরিং ব্যতিরেকে ইইএফ আইটি এবং কৃষি খাতের অন্যান্য সকল অপারেশানাল কার্যক্রম ও ব্যবস্থাপনা আইসিবি’র উপর ন্যস্ত হয়। এ কার্যক্রম সম্পাদনের জন্য আইসিবি’তে ইইএফ উইং নামে একটি স্বতন্ত্র উইং প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ ব্যাংকের সাব এজেন্ট হিসেবে বাংলাদেশ ব্যাংক এর পরামর্শ ও সহায়তায় EOI (Expression of Interest) Short-list ভুক্তকরণ, প্রকল্প প্রস্তাবনা যাচাই-বাছাই, প্রকল্প মঞ্জুরী,মঞ্জুরীকৃত প্রকল্পে অর্থ ছাড়করণ, ছাড়কৃত অর্থের বিনিয়োগ পর্যবেক্ষণ,শেয়ার বাই-ব্যাক সম্পর্কিত যাবতীয় কার্যাদি সম্পাদন এবং প্রযোজ্য ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণসহ অপারেশনাল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া আইসিবির শাখাসমূহে ইইএফ সেল প্রতিষ্ঠার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রকল্প সমূহে মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে।

লক্ষ্য ও উদ্দেশ্য:

ঝূঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিনিয়োগের মাধ্যমে এসব খাতের উন্নয়ন ইইএফ এর মূল উদ্দেশ্য৷ কৃষি খাতের উন্নয়নের বিষয়ে সরকার গুরুত্ব্বারোপ করেছে এবং আইসিটি খাতকে অগ্রাধিকার (Thrust) খাত হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ দেশের শিক্ষিত ও কর্মক্ষম যুবক শ্রেণীর কর্মসংসহান সৃষ্টি তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ইইএফ এর অন্যতম লক্ষ্য৷

ইইএফ এর প্রকল্পসমূহে অর্থায়নের জন্য ইইএফ বাবদ পর্যাপ্ত পরিমাণ বাজেট বরাদ্দ রাখা হয়৷ সৃজনশীল, দক্ষতাসম্পন্ন, সম্ভাবনাময়, প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা পেতে অসমর্থ কিংবা মূলধন স্বল্পতার কারণে প্রকল্প গ্রহণে সক্ষমতা নেই এ ধরণের প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান ইইএফ এর অন্যতম উদ্দেশ্য৷

গ্রাহক সেবা সপ্তাহ-২০২১ উদযাপন: