২২ অগ্রহায়ণ ১৪৩১ 06 December 2024

অর্থ ফেরত দেয়ার পদ্ধতি

ইইএফ সহায়তার বিপরীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে ইস্যূকৃত শেয়ারসমূহ ১ম কিস্তির অর্থ ছাড়ের তারিখ হতে ৮ বছরের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানীর শেয়ার হোল্ডারগণ ক্রয় করে ফেরত (buy-back) নিবেন৷ প্রথম ৩ বছরের মধ্যে সমমূল্যে/অভিহিত মূল্যে শেয়ারসমূহ বাই-ব্যাক করা যাবে৷ ৩ বছর অতিবাহিত হলে পরবর্তী ৫ বছরের মধ্যে অভিহিত মূল্য বা ব্রেক আপ মূল্যের মধ্যে যে টি বেশী হবে সে মূল্যে শেয়ারসমূহ বাই-ব্যাক করতে হবে৷

কৃষি ভিত্তিক প্রকল্পের ক্ষেত্রে ইইএফ তহবিলের ১ম কিস্তি ছাড়ের ৪ বছরের মধ্যে ২০% শেয়ার বাই-ব্যাক করতে হবে৷ অবশিষ্ট শেয়ারসমূহ ২০% হারে পরবর্তী ৪ বছরের মধ্যে বাই-ব্যাক করতে হবে৷

আইসিটি প্রকল্পের ক্ষেত্রে ইইএফ সহায়তার প্রথম কিস্তি ছাড়ের ৪ বছরের মধ্যে ১০% হারে ৫ম বছরে ১৫% এবং ৬ষ্ঠ, ৭ম ও ৮ম বছরে ২৫% হারে শেয়ার বাই-ব্যাক করতে হবে৷

উদ্যোক্তাগণ ইচছা করলে সর্ম্পূন শেয়ার ৪ বছরের পূর্বে এবং কম সংখ্যক কিস্তিতেও বাই ব্যাক করতে পারবে৷