১। ইলেক্ট্রনিক্স প্রযুক্তি ব্যবহার করে তথ্যের উৎপাদন
২। ইলেক্ট্রনিক্স প্রযুক্তি ব্যবহার করে তথ্যের প্রক্রিয়াকরণ
৩। ইলেক্ট্রনিক্স প্রযুক্তির মাধ্যমে তথ্যের ব্যবহার, আদান-প্রদান অথবা সেবা প্রদান
৪। Call Center
৫। হার্ডওয়্যার/ হার্ডওয়্যার কম্পোনেন্ট ম্যানুফাকচারিং
৬। ITES (IT Enable Services)
(ব্রডকাস্টিং প্রকল্প (যেমন টিভি, নাটক, টকশো, ম্যাগাজিন/বিচিত্রানুষ্ঠান, প্রেস ইত্যাদি সম্প্রচারমূলক কার্যক্রম) অথবা বানিজ্যিক ভিডিও প্রোডাকশন সংক্রান্ত খাত সমূহ উক্ত অগ্রাধিকার খাতে আওতাভুক্ত নয়।)
১। ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ প্রকল্পের জন্য সর্বনিম্ন প্রকল্প ব্যয় ০.৫০ কোটি এবং সর্বোচ্চ প্রকল্প ব্যয় ৫.০০ কোটি টাকা পর্যন্ত ESF এর ঋণ সহায়তার জন্য বিবেচনাযোগ্য হবে ।
২। উদ্যোক্তার এ্ক্যুইটি এবং ঋণ সহায়তার অনুপাত হবে ৫১%:৪৯%। তবে বাস্তবতার নিরিখে ঋণ সহায়তার পরিমাণ ৪৯% এর চেয়ে কমও হতে পারে । সেক্ষেত্রে উদ্যোক্তারএক্যুইটির পরিমাণ আনুপাতিক হারে বৃদ্ধি পাবে ।