ঝূঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিনিয়োগের মাধ্যমে এসব খাতের উন্নয়ন ইইএফ এর মূল উদ্দেশ্য৷ কৃষি খাতের উন্নয়নের বিষয়ে সরকার গুরুত্ব্বারোপ করেছে এবং আইসিটি খাতকে অগ্রাধিকার (Thrust) খাত হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ দেশের শিক্ষিত ও কর্মক্ষম যুবক শ্রেণীর কর্মসংসহান সৃষ্টি তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ইইএফ এর অন্যতম লক্ষ্য৷
ইইএফ এর প্রকল্পসমূহে অর্থায়নের জন্য ইইএফ বাবদ পর্যাপ্ত পরিমাণ বাজেট বরাদ্দ রাখা হয়৷ সৃজনশীল, দক্ষতাসম্পন্ন, সম্ভাবনাময়, প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা পেতে অসমর্থ কিংবা মূলধন স্বল্পতার কারণে প্রকল্প গ্রহণে সক্ষমতা নেই এ ধরণের প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান ইইএফ এর অন্যতম উদ্দেশ্য৷