গত ১২-০৮-২০১৮/২৮-০৪-১৪২৫ তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের ইইএফ ইউনিট কর্তৃক অন্ট্র্যাপ্র্যানারশীপ সার্পোট ফান্ড (ইএসএফ) এর আওতায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক এবং আইসিটি খাতে প্রকল্প স্থাপনের লক্ষ্যে Expression of Interest (EOI) গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইএসএফ এর আওতায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক খাতভূক্ত প্রকল্পে ঋণ গ্রহণের লক্ষ্যে আবেদনের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইট https://www.bb.org.bd/mediaroom/circulars/circulars.php এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ওয়েব সাইট www.eef.gov.bd/circulars/ হতে এতদ্সংক্রান্ত নীতিমালা, গাইডলাইন, Expression of Interest (EOI) ফরম ডাউনলোড পূর্বক তা যথাযথভাবে পূরণকরত অফেরতযোগ্য ২,০০০.০০ (দুই হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ইইএফ ইউনিট, বাংলাদেশ ব্যাংক, ১ম সংলগ্নী ভবন, ৮ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০ ঠিকানায় সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিস যোগে জমা দিতে হবে। অপরদিকে আইসিটি খাতে প্রকল্প ঋণ গ্রহণের জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) থেকে অফেরতযোগ্য ২,০০০.০০ (দুই হাজার) টাকার বিমিয়ে Expression of Interest (EOI) ফরম এতদ্সংক্রান্ত নিয়মাবলী সংগ্রহ পূর্বক তা যথাযথভাবে পূরণকরতt ইইএফ উইং, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), এনএসসি টাওয়ার, ১৩-১৪ তলা, ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০ ঠিকানায় সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিস যোগে জমা দিতে হবে।