২২ অগ্রহায়ণ ১৪৩১ 06 December 2024

ইএসএফ সংক্রান্ত কমিটিসমূহ

ইইএফ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এবং ব্যাক/ আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত কৃষি ভিক্তিক ও আইিসিট িবষয়ক প্রকল্প মূল্যায়ন প্রতিবেদন সমূহের কারিগরি ও আর্থিক দিকসূহ যাচাই পূর্বক মূল্যায়ন ও মঞ্জুরীর সুবিধার্থে কৃষি ও আইটি উভয় খাতের জন্য অর্থ মন্ত্রনালয় ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনানুযায়ী সংশ্লিষ্ঠ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির সমন্বয়ে ২টি করে কমিটি রয়েছে৷ এগুলো হচেছ :

১৷ প্রকল্প মূল্যায়ন কমিটি (PAC) :

ক) খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি খাতের সদস্য :

ক্রঃনং বিবরণ পদবী
০১ উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি। তাঁর অনুপস্থিতিতে মহাব্যবস্থাপক, ইএসএফ, আইসিবি আহবায়ক/সভাপতি
০২ মহাব্যবস্থাপক, ইএসএফ উইং, আইসিবি সদস্য
০৩ প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় সদস্য
০৪ BARC এর কৃষি বিষয়ক পেশাধারী ও শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন একজন প্রতিনিধি সদস্য
০৫ BARC এর পশু সম্পদ বিষয়ক পেশাধারী ও শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন একজন প্রতিনিধি সদস্য
০৬ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয এর মৎস্য বিষয়ক পেশাধারী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন একজন প্রতিনিধি সদস্য
০৭ প্রতিনিধি, ইইএফ ইউনিট, বাংলাদেশ ব্যাংক (ন্যূনতম উপমহাব্যবস্থাপক পদমর্যাদার) সদস্য
০৮ ফিন্যান্সিয়াল এনালিষ্ট (বাংলাদেশ ব্যাংক কর্তৃক মনোনীত প্রতিনিধি) সদস্য
০৯ উপ-মহাব্যবস্থাপক, ইএসএফ অ্যাপ্রাইজাল ডিভিশন, আইসিবি সদস্য
১০ সহকারী মহাব্যবস্থাপক, ইইএফ এগ্রো ডিপার্টমেন্ট, আইসিবি সদস্য সচিব

খ) আইসিটি খাতের সদস্য :

ক্রঃনং বিবরণ পদবী
০১ উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি। তাঁর অনুপস্থিতিতে মহাব্যবস্থাপক, ইএসএফ, আইসিবি, ঢাকা। আহবায়ক/সভাপতি
০২ মহাব্যবস্থাপক, ইএসএফ উইং, আইসিবি, ঢাকা। সদস্য
০৩ মহাব্যবস্থাপক, আইসিটি এন্ড ডিপোজিটরি বিভাগ, আইসিবি, ঢাকা। সদস্য
০৪ প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় সদস্য
০৫ প্রতিনিধি, ইইএফ ইউনিট, বাংলাদেশ ব্যাংক (ন্যূনতম উপমহাব্যবস্থাপক পদমর্যাদার) সদস্য
০৬ সিনিয়র সিস্টেম এনালিষ্ট, বাংলাদেশ ব্যাংক সদস্য
০৭ বিসিএস এর প্রতিনিধি সদস্য
০৮ আই, এস, পি, এ, বি এর প্রতিনিধি সদস্য
০৯ বেসিস এর প্রতিনিধি সদস্য
১০ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর প্রতিনিধি সদস্য
১১ সিস্টেম ম্যানেজার, ইএসএফ আইসিটি ডিভিশন, আইসিবি সদস্য
১২ সিনিয়র সিষ্টেম এনালিষ্ট, ইএসএফ আইসিটি অ্যাপ্রাইজাল ডিপার্টমেন্ট , আইসিবি সদস্য সচিব

২৷ মঞ্জুরী বোর্ড :

ক) কৃষি খাতের সদস্য :

ক্রঃনং বিবরণ পদবী
০১ ব্যবস্থাপনা পরিচালক / তাঁর অনুপস্থিতিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি। আহবায়ক/সভাপতি
০২ উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি। সদস্য
০৩ প্রতিনিধি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়৷ সদস্য
০৪ নির্বাহী পরিচালক, ইইএফ ইউনিট, বাংলাদেশ ব্যাংক সদস্য
০৫ মহাব্যবস্থাপক, ইইএফ ইউনিট, বাংলাদেশ ব্যাংক সদস্য
০৬ BARC কর্তৃক মনোনীত কৃষি বিষয়ক পেশাধারী ও শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন একজন প্রতিনিধি সদস্য
০৭ প্রাণি সম্পদ অধিদপ্তর কর্তৃক মনোনীত প্রাণি সম্পদ বিষয়ক পেশাধারী ও শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন একজন প্রতিনিধি সদস্য
০৮ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত মৎস্য বিষয়ক পেশাধারী ও শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন একজন প্রতিনিধি সদস্য
০৯ এফবিসিসিআই এর কৃষি বিষয়ক ফোরামের মনোনীত একজন প্রতিনিধি সদস্য
১০ মহাব্যবস্থাপক, ইএসএফ উইং, আইসিবি সদস্য সচিব

খ) আইসিটি খাতের সদস্য :

ক্রঃনং বিবরণ পদবী
০১ ব্যবস্থাপনা পরিচালক / তাঁর অনুপস্থিতিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি। আহবায়ক/সভাপতি
০২ নির্বাহী পরিচালক, ইইএফ ইউনিট, বাংলাদেশ ব্যাংক সদস্য
০৩ মহাব্যবস্থাপক, ইইএফ ইউনিট, বাংলাদেশ ব্যাংক সদস্য
০৪ প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় সদস্য
০৫ উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি। সদস্য
০৬ নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ঢাকা সদস্য
০৭ সভাপতি, বেসিস সদস্য
০৮ সভাপতি, বিসিএস সদস্য
০৯ প্রতিনিধি, এফবিসিসিআই সদস্য
১০ সিস্টেমস্ ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক সদস্য
১১ মহাব্যবস্থাপক, ইএসএফ , আইসিবি সদস্য সচিব