২২ অগ্রহায়ণ ১৪৩১ 06 December 2024

বাংলাদেশের অর্থনীতিতে অবদান

ইইএফ সহায়তা প্রাপ্ত প্রকল্পসমূহ বাস্তবায়নের ফলে এর ইতিবাচক প্রভাব দেশে আর্থ-সামাজিক উন্নয়ন তথা পরোক্ষভাবে গ্রামীন অবকাঠামো উন্নয়নে বিরাট অবদান রাখছে। যেমন-রাস্তা-ঘাট উন্নয়ন, বাজার সৃষ্টি/সম্প্রসারন, বিদ্যুৎ, গ্যাস ও শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির প্রসার ঘটছে। কৃষি ও আইসিটি খাতে ইইএফ সহায়তা প্রদানের ফলে একদিকে যেমন দেশে কর্মসংসহানের সৃষ্টি হচ্ছে অপর দিকে জনগনের আয়ও বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রততিতে জীবন যাত্রার মান বাড়ছে। আইসিটি খাতে ইইএফ সহায়তা প্রদানের ফলে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। বর্তমানে আইটি খাতে অনেক তরুন ও উদ্যমী উদ্যাক্তা সম্পৃক্ত রয়েছেন। এসব তরুণ উদ্যোক্তা ইইএফ সহায়তা গ্রহণের মাধ্যমে আইটি খাতের সম্প্রসারন ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।