উদ্যোক্তা কর্তৃক ঊক্ত আবেদন পত্র দাখিলের পর তা যাচাই বাছাই অন্তে শর্টলিষ্টভুক্ত করা হয়৷ র্শট লিষ্টভূক্ত কোম্পানিসমূহকে দেশের যে কোন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি (লিয়েন ব্যাংক) ইত্যাদি হতে পূর্ণাঙ্গ প্রকল্প মূল্যায়ন প্রতিবেদন প্রণয়নপূর্বক তা আইসিবিতে জমা দিতে হয় ৷ মূল্যায়ন প্রতিবেদনসমূহ আইসিবির নিকট হস্তগত হওয়ার পর আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তা টেকনিক্যাল এন্ড ফাইন্যান্সিয়াল সাব কমিটি সমীপে উপস্থাপন করা হয়৷ এ কমিটি মূলত: প্রকল্পসমূহের টেকনিক্যাল ও ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি যাচাই করে থাকে৷ যে সকল প্রকল্প এ কমিটি কর্তৃক অনুমোদিত হয় সে সকল প্রকল্পের উপর আইসিবির নিজস্ব আঙ্গিকে এবং কমিটি কর্তৃক নির্ণিত নীতিমালা অনুযায়ী একটি চুড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন প্রণয়ন করা হয়৷ এ মূল্যায়ন প্রতিবেদন প্রণয়নের সুবিধার্থে কমিটির সুপারিশ অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে আইসিবি কর্তৃক প্রকল্পস্খল পরিদর্শন করা হয়৷ আইসিবি কর্তৃক প্রণীত মূল্যায়ন প্রতিবেদনসমূহ পরবর্তী কমিটি অর্থাৎ `প্রকল্প মূল্যায়ন কমিটি’ সমীপে উপস্থাপন করা হয়৷কমিটি কর্তৃক প্রকল্পের সার্বিক বিষয়াদি বিশেষ করে, জমির মূল্য, মেশিনারীজ এর মূল্য, মেশিনারীজের গুনগত মান, উদ্যোক্তার আর্থিক ও কারিগরী দক্ষতা ইত্যাদি পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করা হয় এবং যর্থাথ বিবেচিত হলে তা অনুমোদনের জন্য এবং বিবেচিত না হলে তা বাতিলের জন্য সুপারিশ করা হয়৷ প্রকল্প মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিটি প্রকল্পের জন্য পুনরায় প্রতিবেদন প্রণয়ন করা হয় এবং তা “মঞ্জুরী র্বোড” সমীপে উপস্থাপন করা হয়৷র্বোড কমিটি সমূহের সুপারিশ, মূল্যায়ন প্রতিবেদন ইত্যাদি বিশ্লেষণপূর্বক প্রকল্প অনুমোদন করে থাকে৷ মঞ্জুরী র্বোড কর্তৃক অনুমোদনের পর কোম্পানিসমূহের অনুকূলে মঞ্জুরী পত্র ইস্যূ করা হয়৷